১৯৫৯ সালে ১৫ই আগস্ট দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব, একটি চালা ঘরে প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই দেশবন্ধু ক্লাব পূর্বসুরি দের প্রচেষ্টায় আজ এক বিরাট মহিরহে পরিণত হয়েছে। বিভিন্ন পরিষেবার মধ্যে দিয়ে এই অঞ্চলের দুঃস্থ, অসহায় মানুষের কাজে বিভিন্ন ভাবে আমরা সাহায্য করে আসছি।
দেশবন্ধু ক্লাব এই শহরতলির একটি সুপ্রতিষ্ঠিত নাম। পরবর্তীকালে এই ক্লাবকে আরোও উত্তরত্তর শ্রীবৃদ্ধি করার চেষ্টা হচ্ছে।